রাজধানীতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিশেষ ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সিঙ্গেল জার্নি টিকেট ইস্যু করতে বেশি সময় লাগায় কিউআর কোড চালু করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, যাত্রী বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনগুলোতে সিঙ্গেল জার্নি টিকেট ইস্যু করতে বেশি সময় লাগছে। এছাড়া সিঙ্গেল জার্নি টিকেট নির্দিষ্ট স্লটে জমা না পাওয়ায় এবং যৌক্তিক কারণে কিছু টিকিটের কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে সাময়িক অসুবিধার।
এ সমস্যার সমাধানে দ্রুত সিঙ্গেল জার্নি টিকিট সংগ্রহ করা হচ্ছে। এছাড়া কিউআর কোড চালুর মাধ্যমে বিকল্প পদ্ধতিতে ভ্রমণের ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, চলতি ডিসেম্বর মাসের শেষ দিকে এই পরিস্থিতির উন্নতি হবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে স্টেশনে আসার জন্য যাত্রীদের অনুরোধ জানিয়েছে।
thebgbd.com/NIT