ঢাকা | বঙ্গাব্দ

মুম্বাইয়ে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩

দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করা হয়। ভারতীয় কোস্টগার্ড ও মেরিন পুলিশের সঙ্গে উদ্ধারে অংশ নেয় নৌবাহিনীও।
  • অনলাইন ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০২৪
মুম্বাইয়ে ফেরিতে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩ ডুবে যাওয়ার আগে ‘নীলকমল’ ফেরি।

মুম্বাইতে ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন। এতে অন্তত আরও দুজন নিখোঁজ রয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকেল চারটায় নৌবাহিনীর একটি স্পিডবোটের ইঞ্জিন ট্রায়াল চলার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা দ্বীপের দিকে রওনা হওয়া ‘নীলকমল’ নামক একটি যাত্রীবাহী ফেরিতে ধাক্কা মারে স্পিডবোটটি। নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান চলছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।


দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করা হয়। ভারতীয় কোস্টগার্ড ও মেরিন পুলিশের সঙ্গে উদ্ধারে অংশ নেয় নৌবাহিনীও। উদ্ধারকাজে নামানো হয় কোস্টগার্ডর একটি, মেরিন পুলিশের তিনটি, নৌবাহিনীর ১১টি বোট এবং চারটি হেলিকপ্টারকে। ১০১ জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজন নৌবাহিনীর এবং বাকি ১০ জন ফেরির সাধারণ নাগরিক। এছাড়া স্থানীয় মাছ ধরার লঞ্চও উদ্ধারকাজে নামানো হয়। ধারণক্ষমতার বেশি যাত্রী থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


‘নীলকমল’ ফেরিতে লাইফজ্যাকেট ছিল না, এই অভিযোগে ফেরি চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তের দায়িত্বে থাকবে ভারতীয় নৌবাহিনী এবং পুলিশ। স্বজনহারা পরিবারদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এদিকে এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রিয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


সূত্র: বিবিসি, হিন্দস্তান টাইমস


এসজেড