গুগল স্ট্রিট ভিউয়ে একটি গাড়ির ট্রাঙ্কে লাশের ছবি দেখে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে স্পেনের পুলিশ। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।
এক ব্যক্তি ও একটি গাড়ি। গাড়িটির পেছনের ডালা খুলে সেখানে এক ব্যক্তিকে কিছু একটা রাখতে দেখা যায়। এটি মূলত একটি মরদেহ। আরেকেটি ছবিতে দেখা যায়, একটি ব্যাগ হাতে হাঁটছেন ওই একই ব্যক্তি।
এমনই কিছু চাঞ্চল্যকর ছবি ধরা পড়ে স্পেনের তাজুয়েকো এলাকার গুগল স্ট্রিট ভিউতে। যে ছবিগুলো দেখে সন্দেহ হয় স্পেনের পুলিশের। শুরু হয় তদন্ত।
পুলিশ জানায়, গেল মাসে এক ব্যক্তির নিখোঁজ হওয়ার খবর দেয় তার বন্ধু। নিখোঁজ ব্যক্তির ফোন থেকে তার বন্ধুকে বার্তা দিয়ে জানানো হয়, ভুক্তভোগী তার শহর ছেড়ে চলে যাচ্ছেন এবং তার ফোন নম্বর আর ব্যবহার করবেন না। এমন বার্তায় সন্দেহ হয় তার বন্ধুর। পরে তদন্ত শুরু করে পুলিশ।
নিখোঁজ ব্যক্তির গাড়ির গতিবিধি পরীক্ষা করতে গেলে গুগল স্ট্রিট ভিউয়ে চাঞ্চল্যকর ছবি পান তারা। নিখোঁজ ব্যক্তির প্রেমিকা ও সাবেক সঙ্গীকে সন্দেহ করে পুলিশ।
অবশেষে, গেল ১১ ডিসেম্বর স্থানীয় কবরস্থানে একটি লাশ খুঁজে পায় পুলিশ। ধারণা করা হচ্ছে, লাশটি নিখোঁজ ব্যক্তিরই। গুগল স্ট্রিট ভিউয়ের ছবি ধরে এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
তবে, তদন্ত এখনো চলছে বলে জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্ক্ষলা বাহিনী।
thebgbd.com/NIT