ঢাকা | বঙ্গাব্দ

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ ডিসেম্বর, ২০২৪
উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট সংগৃহীত

রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে লাভলীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। 


ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে আগুনে খবর পেয়ে ১০ টা ৪৪ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এর মধ্যে রয়েছে উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজারের ফায়ার স্টেশনের ইউনিট।


প্রাথমিকভাবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


thebgbd.com/NIT