ঢাকা | বঙ্গাব্দ

ভারতেরে জয়পুরে ট্যাঙ্কার-ট্রাক সংঘর্ষ, নিহত ৮

দুর্ঘটনার পর বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল, ১০ কিলোমিটার দূর থেকে তা শোনা গেছে বলে দাবি অনেকের।
  • অনলাইন ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০২৪
ভারতেরে জয়পুরে ট্যাঙ্কার-ট্রাক সংঘর্ষ, নিহত ৮ বিস্ফোরণের প্রভাব পড়ে প্রায় ৩০০ মিটার জুড়ে।

রাজস্থানের জয়পুরে এক পেট্রল পাম্পে সিএনজি ট্যাঙ্কার ও একটি ট্রাকের সংঘর্ষে অন্তত আট জন নিহত হয়েছে। এতে আহত আরও প্রায় ৪০ জন। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ জয়পুরের এক পেট্রল পাম্পের সামনে দাঁড়ানো সিএনজি ট্যাঙ্কারে একটি ট্রাক ধাক্কা মারতেই আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তারপরই ঘটে জোরালো বিস্ফোরণ। বিস্ফোরণের প্রভাব পড়ে প্রায় ৩০০ মিটার জুড়ে। একের পর এক গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির ভিতরেই ঝলসে অনেকের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ হন আরও অনেকে।


দুর্ঘটনার পর বিস্ফোরণের ভয়াবহতা এতটাই বেশি ছিল, ১০ কিলোমিটার দূর থেকে তা শোনা গেছে বলে দাবি অনেকের। পেট্রল পাম্পের কাছাকাছি দাঁড় করানো বেশ কয়েকটি রাসায়নিক এবং তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। একের পর এক ট্যাঙ্কার বিস্ফোরণ হয়। ভাকরোতার পুলিশ কর্মকর্তা মণীশ গুপ্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েকটি ট্রাক একদমই পুড়ে গেছে।


রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জয়পুর-আজমের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’ আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থার এবং চিকিৎসায় যাতে কোনও রকম গাফিলতি না হয়, তার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।


সূত্র: পিটিআই


এসজেড