উপদেষ্টা হাসান আরিফের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসান আরিফ মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে।
দুবাই থেকে ফিরতি ফ্লাইটে ঢাকা পৌঁছানোর পরপরই প্রধান উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর সংবাদ জানতে পারেন।
প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় বলেন, আমি তাঁর আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত। উপদেষ্টা হাসান আরিফ একজন দক্ষ আইনজীবী ছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তিনি আরও বলেন, দেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তার দীর্ঘদিনের জনসেবার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। মানবাধিকার রক্ষা ও ভিন্নমতের পক্ষে তার আইনগত লড়াই আমাদের সমাজে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান উপদেষ্টা শোকবার্তায় মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।
শুক্রবার বিকেলে ঢাকা পৌঁছানোর পরপরই তিনি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান এবং অন্তর্বতী সরকারের এই উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা জানান।
thebgbd.com/NIT