বার্লিন থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরের পূর্ব জার্মানির ম্যাগডেবার্গ শহরের একটি ক্রিসমাস মার্কেটের ভিড়ের মধ্যে একটি গাড়ি প্রচণ্ড গতিতে ধাক্কা দিলে একজন শিশুসহ দুইজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। একটি বিবৃতিতে, কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৭০ জন আহত হয়েছে, যাদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা গুরুতর। ঘটনার পর একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের মেয়র রেইনার হ্যাসেলফ সাংবাদিকদের বলেছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি ৫০ বছর বয়সী সৌদি নাগরিক। তিনি ২০০৬ সালে জার্মানিতে আসেন এবং একজন স্থানীয় শহরে চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি একাই ‘গাড়ি হামলা’য় অংশ নিয়েছেন। গুরুতর আহতের বিষয়টি মাথায় রেখে ধারণা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ বলেছে, হামলার কারণ বা উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। অভিযুক্তর সঙ্গে কোনও ইসলামপন্থীর গোষ্ঠীর সম্পর্কও পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে বাজারে ভিড়ের মধ্যে একটি কালো রঙের বিএমডব্লিউ দ্রুত গতিতে ঢুকে পড়ছে। ম্যাগডেবার্গ শহরের একজন মুখপাত্র বলেছেন, এলাকার সমস্ত হাসপাতাল ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ প্রস্তুতি নিচ্ছে।
মেয়রের কার্যালয় জানায়, প্রায় ১০০ দমকলকর্মী এবং ৫০ জন উদ্ধারকর্মী ঘটনাস্থলে রয়েছেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎস বলেছেন, ম্যাগডেবার্গের যা খবর, তাতে ‘আমাদের সবচেয়ে খারাপটাই ভেবে রাখতে হবে’। তিরি আরও বলেন, ‘এই মুহূর্তে আমার সব চিন্তা ক্ষতিগ্রস্ত এবং তাদের প্রিয়জনদের জন্য। আমরা তাদের পাশে এবং সমস্ত ম্যাগডেবার্গের বাসিন্দাদের পাশে আছি। এই কঠিন সময়ে সমস্ত জরুরি পরিষেবাকে আমার ধন্যবাদ।’
শুলৎস শনিবার (২১ ডিসেম্বর) শহর পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন মেয়র হ্যাসেলফ।
সূত্র: রয়টার্স, বিবিসি
এসজেড