আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অভিজ্ঞ ও পরীক্ষিত স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা। ১৫ জনের স্কোয়াডে সবাই চেনা মুখ।
বৃহস্পতিবার (৯ মে) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করা হয়। নেতৃত্ব তুলে দেয়া হয় চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে। সেই সঙ্গে চারজন রিজার্ভ ক্রিকেটারের নামও জানিয়ে দেয়া হয় শ্রীলঙ্কা বোর্জের পক্ষ থেকে। রিজার্ভ তালিকায় রয়েছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ভানুকা রাজাপক্ষে।
ভানুকা ১৫ জনের মূল স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে বিশ্বকাপের আসরে উড়ে যাবেন। কেননা তাকে ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায় রেখেছেন শ্রীলঙ্কার নির্বাচকরা। ভানুকার সঙ্গে রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় রয়েছেন বিজয়কান্ত বিয়াসকান্ত, যাকে চলতি আইপিএলে ওয়ানিন্দু হাসারাঙ্গার বদলি হিসেবে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া চারজনের রিজার্ভ তালিকায় রয়েছেন অসিথা ফার্নান্ডো ও জনিথ লিয়ানাগে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড:
ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চরিথ আসালঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিশঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সমরাবিক্রমে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি'সিলভা, মাহিশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, দুষ্মন্ত চামিরা, নুয়ান তুষারা, মাথিসা পথিরানা ও দিলশান মদুশঙ্কা। ট্র্যাভেলিং রিজার্ভ- অসিথা ফার্নান্ডো, বিজয়াকান্ত বিয়াসকান্ত, ভানুকা রাজাপক্ষে ও জনিথ লিয়ানাগে।