ইসরায়েলের তেল আবিব শহরের একটি পাবলিক পার্কে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ১৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হুথিদের ছোড়া ক্ষেপনাস্ত্রটি দেশটির আকাশ নিরাপত্তা ব্যবস্থা আয়রন ডোমকে সহজেই ফাকি দিয়ে পার্কে আঘাত করে।
হুথি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ‘ফিলিস্তিন ২’ নামে তাদের একটি ‘হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ উপকূলীয় শহরের ঠিক দক্ষিণে ‘অধিকৃত জাফায়’ আঘাত করে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি একটি টেলিভিশন ভাষণে বলেছেন, ‘প্রতিরক্ষা এবং সকল বাধা ব্যবস্থা এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করেছে।’ শারি বলেছেন, এই হামলা ‘গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে গণহত্যার’ পাশাপাশি আমাদের দেশে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া।
অপর এক হুথি কর্মকর্তা বলেছেন, তেল আবিবে সফল ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে ইসরায়েলি সেনাবাহিনীর বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও সীমাবদ্ধতা রয়েছে। আরবি এবং হিব্রু ভাষায় প্রকাশিত সেই পোস্টে হুথি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য হুথি হেজাম আল-আসাদ ইসরায়েলি সামরিক বাহিনীকে কটূক্তি করে বলেছেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার মানে হল শত্রুদেশ আর নিরাপদ নয়।’
সূত্র: আল জাজিরা
এসজেড