ঢাকা | বঙ্গাব্দ

প্রথমবার নারীদের তিন দিনের ক্রিকেট লিগ

দেশের নারী ক্রিকেটে ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে নারীদের তিন দিনের বাংলাদেশ ক্রিকেট লিগ।
  • নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০২৪
প্রথমবার নারীদের তিন দিনের ক্রিকেট লিগ ছবি : সংগৃহীত।

দেশের নারী ক্রিকেটে ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে নারীদের তিন দিনের বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে খেলার উদ্বোধন ঘোষণা করা হয়। 


প্রথমবারের মতো এবার তিনদিনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নারী ক্রিকেটাররা। ছেলেদের মতোই চার দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে নারীদের বিসিএল। দলগুলো হচ্ছে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল।


নারী ক্রিকেট দলের প্রধান হাবিবুল বাশার জানান, এই আয়োজনের মাধ্যমে নারী ক্রিকেট দলের টেস্ট ম্যাচ খেলার দ্বার উন্মোচিত হবে। 


এমন আয়োজনের কৃতজ্ঞতা প্রকাশ করেন উত্তরাঞ্চল দলের অধিনায়ক সোবহানা মোস্তারি বলেন, এর মাধ্যমে নারী ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন হবে। 


জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেন, এমন আয়োজনের ফলে নারী ক্রিকেট দলের উজ্জ্বল সম্ভবনা তৈরি হবে। নারী ক্রিকেটের উন্নয়নে ভালো পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি।


thebgbd.com/NA