ঢাকা | বঙ্গাব্দ

ইরানে বাস খাদে পড়ে নিহত ১০

২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ইরানে ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
  • | ২২ ডিসেম্বর, ২০২৪
ইরানে বাস খাদে পড়ে নিহত ১০ খাদের নিচে বাস।

রাজধানী তেহরান থেকে প্রায় ৩৫০ কিলোমিটার (২২০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে শনিবার একটি বাস খাদে পড়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাদেশিক প্রধান মোহাম্মদ ঘাদামি রাষ্ট্রীয় টিভিকে জানান, দুর্ঘটনা কবলিত এলাকায় সাহায্যে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।


ইরানের বিচার বিভাগের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত বিভিন্ন  সড়ক দুর্ঘটনায় ইরানে ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর আগে আগস্টে ইরাকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে মধ্য ইরানে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন পাকিস্তানি তীর্থযাত্রী নিহত হন। 


এছাড়া ২০০৪ সালের জুনে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি পেট্রোল ট্যাঙ্কার ও একটি বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭০ জনেরও বেশি লোক মারা যায়।


সূত্র: ইরনা


এসজেড