ঢাকা | বঙ্গাব্দ

অটোমেশন হলে ৩০ শতাংশ শ্রমিক চাকরি হারাবে: শ্রমসচিব

শ্রমসচিব বলেন, তৈরি পোশাক খাতে অটোমেশন হলে ৩০ শতাংশ শ্রমিক চাকরি হারাবে।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০২৪
অটোমেশন হলে ৩০ শতাংশ শ্রমিক চাকরি হারাবে: শ্রমসচিব তৈরি পোশাক খাত অটোমেশন করা না হলে আধুনিক বিশ্ব থেকে বাংলাদেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান।

তৈরি পোশাক খাতে অটোমেশন হলে ৩০ শতাংশ শ্রমিক চাকরি হারাবে বলে জানিয়েছেন শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান।


রোববার (২২ ডিসেম্বর) গুলশানের একটি হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি।


শ্রমসচিব বলেন, তৈরি পোশাক খাতে অটোমেশন হলে ৩০ শতাংশ শ্রমিক চাকরি হারাবে। তবে যত কথাই বলা হোক না কেন, তৈরি পোশাক খাতে অটোমেশন করতেই হবে।


তিনি বলেন, শ্রমিকরা চাকরি হারাবেন সে জন্য অটোমেশন করা যাবে না, এমনটা ভাবলে আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে পড়বে বাংলাদেশ।


তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা নিরসনে সরকার কাজ করছে জানিয়ে এ এইচ এম সফিকুজ্জামান বলেন, তৈরি পোশাকশিল্প না বাঁচলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তাই পোশাকশিল্পে বর্তমানে অস্থিরতার নৈপথ্যে যারা উসকানি দিচ্ছে, তাদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেবে সরকার।


তিনি বলেন, তৈরি পোশাক খাতের শ্রমিক নেতারা প্রতিমাসেই ইউরোপ-আমেরিকা ভ্রমণ করেন। পোশাক খাতে সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে বলেই তারা এ সুযোগ পাচ্ছেন।


thebgbd.com/NIT