জনপ্রশাসন সংস্কার কমিশন একটি চলমান প্রক্রিয়া। যেকোনো সময় যেকোনো বিষয়ে আলোচনা হতে পারে। তাই আন্তঃক্যাডার বৈষম্য কমাতে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের দাবি অযৌক্তিক কিছু নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।
আজ রোববার (২২ ডিসেম্বর) সকালে সচিবালয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে পরীক্ষা দিয়ে জনপ্রশাসনে পদোন্নতি পাওয়ার জন্য সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি।
উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন কর্মকর্তাদের জন্য বিদ্যমান ৭৫ শতাংশ কমিয়ে ৫০ শতাংশ করার বিষয়ে কোনোভাবেই মেনে নেবে না প্রশাসনিক কর্মকর্তারা।
জনপ্রশাসন সংস্কার কমিশনের এমন প্রস্তাবের বিপক্ষে অবস্থান তাদের।
সচিব বলেন, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। সেটা মেটানো সম্ভব। এ বিষয়ে অ্যাডমিনেস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ঢাকার জেলা প্রশাসকের সাথে বৈঠক করবে সংস্কার কমিশন। এ সপ্তাহের মধ্যেই দুই পক্ষের দাবি দাওয়া নিয়ে কাছাকাছি একটি সিদ্ধান্তে পৌঁছাবে কমিশন।
৩১ ডিসেম্বরের মধ্যেই কমিশন তাদের প্রতিবেদন জমা দিবেন। এর আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া।
thebgbd.com/AR