এটি মিয়ানমার সীমান্ত ব্যবস্থাপনার ব্যর্থতাকেই ইঙ্গিত করে। মানবিক বিবেচনায় তাদের প্রবেশের অনুমতি দেওয়া হলেও, এই ধারা রোধে মিয়ানমারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
আজ রোববার (২২ ডিসেম্বর) থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, মিয়ানমারের সীমান্ত রক্ষার ব্যর্থতাই এই সংকটের মূল কারণ।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে আর কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া সত্ত্বেও অনুপ্রবেশ বন্ধ হয়নি।
মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোও এই সমস্যার শিকার উল্লেখ করে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি আসবে না। এই ইস্যুতে সীমান্তবর্তী সব রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মিয়ানমারকে সীমান্ত সুরক্ষায় আরও সতর্ক ও কঠোর হতে হবে।
সকালে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পুনঃসংযোগ স্থাপন নিয়ে এক সেমিনারে বক্তব্যে উপদেষ্টা জানান, রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে আঞ্চলিক ভূরাজনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে। একইসঙ্গে, রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আসিয়ানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
thebgbd.com/AR