ঢাকা | বঙ্গাব্দ

ডিসেম্বরের ২১ দিনে রেকর্ড প্রবাসী আয়

ডিসেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসী আয়ের প্রবাহ নতুন রেকর্ড গড়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০২৪
ডিসেম্বরের ২১ দিনে রেকর্ড প্রবাসী আয় ছবি : সংগৃহীত।

ডিসেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসী আয়ের প্রবাহ নতুন রেকর্ড গড়েছে। এই সময়ের মধ্যে রেমিট্যান্স এসেছে ২৭২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার বা প্রায় ২৪ হাজার ৮৬ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসেবে)। আজ রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করে।


বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ডিসেম্বরের ২১ দিনে গড়ে প্রতিদিন এসেছে ৯ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৩৮০ ডলার, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন। গত নভেম্বর মাসে প্রতিদিন গড়ে প্রবাসী আয় ছিল ৭ কোটি ৩৩ লাখ ১৭ হাজার ডলার। আর গত বছরের ডিসেম্বরে প্রতিদিনের গড় আয় ছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ডলার।


ডিসেম্বরের প্রথম ২১ দিনে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয়ের প্রবাহে বিশাল অংক জমা হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যম এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার। কৃষি ব্যাংকে এসেছে ৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ২০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার ডলার।


এই সময়ে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে, যার পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, যার মাধ্যমে এসেছে ১৫ কোটি ৯৩ লাখ ৯০ হাজার ডলার।


বিশ্লেষকদের মতে, রেমিট্যান্সের এই ইতিবাচক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যাংকগুলোর কার্যকর উদ্যোগ এবং সরকারের নীতিগত প্রণোদনা প্রবাসী আয় বৃদ্ধির এ ধারা অব্যাহত রাখতে সহায়ক হয়েছে।


thebgbd.com/NA