ঢাকা | বঙ্গাব্দ

১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বাফুফের

এমএ আজিজ স্টেডিয়াম ১০ বছরের জন্য বাফুফেকে দিয়েছে এনএসসি।
  • নিজস্ব প্রতিবেদক | ২২ ডিসেম্বর, ২০২৪
১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়াম বাফুফের ছবি : সংগৃহীত।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামকে ১০ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) ব্যবহার করার অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সানরাইজ-ইউনেক্স আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং এনএসসি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ ঘোষণা দেন।


বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় বাফুফেকে প্রতি মৌসুমে বিভিন্ন জেলা স্টেডিয়াম ব্যবহার করতে হতো। তবে এবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ব্যবহারের সুযোগ পেয়ে ফুটবলের জন্য নতুন দ্বার উন্মুক্ত হলো।


আসিফ মাহমুদ বলেন, ‘বাফুফেকে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ১০ বছরের জন্য দেওয়া হয়েছে। সংস্কারের পর সেখানে খেলা শুরু করা যাবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজও ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা, জানুয়ারিতে এখানেও খেলা শুরু হবে।’


বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজা চৌধুরির জাতীয় দলে যোগ দেওয়ার খবরকে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় সুখবর হিসেবে উল্লেখ করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘হামজার বাংলাদেশের হয়ে খেলার বিষয়টি দেশের ফুটবলে বড় প্রভাব ফেলবে। বাফুফে বেশ কিছুদিন ধরে ফিফার সঙ্গে কাজ করছিল। তার আসায় আমি আশা করি, বাংলাদেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তন আসবে। এটা কেবল শুরু, তার মাধ্যমে আরও অনেক খেলোয়াড় অনুপ্রাণিত হবে।’


thebgbd.com/NA