নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ওকিজায় নাগরিকদের কাছে একটি চাল বিতরণ কেন্দ্রের বাইরে পদদলিত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ২২ জন মারা গেছে। আসন্ন বড়দিন উপলক্ষে চাল নেওয়ার সময় ভিরে দাঁড়িয়ে থাকা লোকজনের মধ্যে হঠাৎ হুরোহুরি শুরু হলে এই ঘটনা ঘটে। অপরদিকে রাজধানী আবুজায় এক চার্চে খাদ্যসামগ্রী বিতরণের সময়ে আরেকটি ঘটনায় পদদলিত হয়ে মারা যায় অন্তত ১০জন। নিহতদের তালিকায় অন্তত চারজন শিশু রয়েছে। পুলিশ রোববার এ কথা জানায়।
লাগোস থেকে এএফপি জানায়, অ্যানামব্রা রাজ্যের পুলিশের এক মুখপাত্র শনিবারের এই ঘটনায় নিহতদের ‘পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা’ জানিয়েছেন। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশে ঘটনাটি ছিল খাদ্য বিতরণকারী প্রতিষ্ঠানের বেশ কয়টি মারাত্মক ঘটনার অন্যতম। পুলিশ জানিয়েছে দুটি ঘটনাই তারা তদন্ত করে দেখছে। উল্লেখ্য, কদিন আগেই পৃথক আরেকটি দুর্ঘটনায় পদদলিত হয়ে ৩৫জন শিশুর মৃত্যু হয়।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে পরিচিত নাইজেরিয়ায় এই ধরনের চ্যারিটি অনুষ্ঠান বেশ জনপ্রিয় হয়ে উঠছে। যে কোনও উৎসবের আগে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন কিংবা ধনী ব্যক্তিরা এমন খাদ্য বিতরণ আয়োজন করে আসছে।
সূত্র: পিবিএস, এপি
এসজেড