সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের ড্রোন হামলায় দুই কুর্দি সাংবাদিক নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শনকালে সাত সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে তুর্কি কর্তৃপক্ষ। ডিকেল ফিরাত তার্কিশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, নাজিম দাস্তান (৩২) এবং চিহান বিলগিন (২৯) আলেপ্পো থেকে প্রায় একশ কিলোমিটার পূর্বে তিশরান বাঁধের কাছে বৃহস্পতিবার এক গাড়ি বিস্ফোরণে নিহত হন। সংবাদমাধ্যম এবং মানবাধিকার গ্রুপগুলোর বরাত দিয়ে আঙ্কারা থেকে এএফপি একথা জানিয়েছে।
ব্রিটিশ-ভিত্তিক সিরিয়ান মানবাধিকার বিষয়ক অবজারভেটরি জানিয়েছে, দু’জনেই তুরস্ক এবং সিরিয়ায় কুর্দি মিডিয়ার পক্ষে সংবাদ সংগ্রহের কাজ করতেন। দ্য এমএলএসএ তার্কিশ মিডিয়া রাইটস গ্রুপ জানিয়েছে শনিবার বিক্ষোভ প্রদর্শনকালে ৫৯ জনকে আটক করা হয়েছে।
এমএলএসএ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, ‘নিহত সাংবাদিক নাজিম দাস্তান এবং চিহান বিলগিনের পক্ষে বিবৃতি দেওয়ার চেষ্টা করায় রোববার ৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে।’
৮ ডিসেম্বর, বাশার আল-আসাদের গতনের পর সিরিয়ার উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণকারী কুর্দি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র গ্রুপকে লেলিয়ে দিয়েছে। তুর্কি এক কর্মকর্তা বলেছেন, সিরিয়ায় তুরস্কের ১৮ হাজার সৈন্য অবস্থান করছে। তিনি আরো বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে যদি কুর্দি বাহিনী অস্ত্র ত্যাগ না করে তাহলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে।
সূত্র: আল জাজিরা
এসজেড