ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতালে বিল ক্লিনটন

সাবেক এই প্রেসিডেন্ট গত কয়েক বছর ধরে বিভিন্ন শারিরীক জটিলতায় ভূগছেন। সোমবার এক বিবৃতিতে এই খবর জানায় তার কার্যালয়।
  • অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০২৪
হাসপাতালে বিল ক্লিনটন বিল ক্লিনটন

প্রচন্ড জ্বর নিয়ে সোমবার ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সাবেক এই প্রেসিডেন্ট গত কয়েক বছর ধরে বিভিন্ন শারিরীক জটিলতায় ভূগছেন। সোমবার এক বিবৃতিতে এই খবর জানায় তার কার্যালয়।


৭৮ বছর বয়সী ডেপুটি চিফ অব স্টাফ অ্যাঞ্জেল ইউরিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্ট বার্তায় বলেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জ্বর বেড়ে যাওয়ায় পরীক্ষা-নিরীক্ষা করা এবং পর্যবেক্ষনে রাখার জন্য আজ (সোমবার) বিকেলে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছেন। তবে তার অবস্থা আগের চেয়ে ভালো।’


এর আগে ২০২১ সালের অক্টোবরে রক্তে সংক্রমনের কারণে কয়েক দফা হাসপাতালে ভর্তি হন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট। তারও আগে ২০০৪ সালে হৃদরোগে আক্রান্ত হলে চিকিসকের পরামর্শে তার বাইপাস সার্জারি হয়। এর ৬ বছর পর তার হার্টে রিং পরানো হয়।


সূত্র: সিএনএন


এসজেড