ঢাকা | বঙ্গাব্দ

ক্রিসমাস ট্রি-তে আগুন, সিরিয়ার খৃষ্টানদের বিক্ষোভ

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর মতে এই যোদ্ধারা বিদেশি, যারা ইসলামপন্থী আনসার আল-তৌহিদের অন্তর্ভুক্ত।
  • অনলাইন ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০২৪
ক্রিসমাস ট্রি-তে আগুন, সিরিয়ার খৃষ্টানদের বিক্ষোভ আগুনে জ্বলছে ক্রিসমাস ট্রি।

সিরিয়ার রাজধানী দামেস্কের খৃষ্টান অধ্যুষিত এলাকার রাস্তায় অবস্থান নিয়ে কয়েকশ’ খৃষ্টান মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে হামার পাশ্ববর্তী শহরে ক্রিসমাস ট্রি জ্বালিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে। ইসলামপন্থীদের নেতৃত্বে সশস্ত্র বিরোধীদের আসাদ সরকারকে উৎক্ষাত করার দুই সপ্তাহ পর দেশটির খৃষ্টানরা দামেস্কের রাস্তায় বিক্ষোভ করলো। খবর এএফপি’র। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওকে কেন্দ্র করে এই বিক্ষোভের সূত্রপাত। ভিডিওতে দেখা যায় মাথা ঢাকা কিছু যোদ্ধা হামার খৃষ্টান অধ্যুষিত শহর সুকাইলাবিয়াহতে একটা ক্রিসমাস ট্রিতে আগুন লাগিয়ে দিচ্ছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর মতে এই যোদ্ধারা বিদেশি, যারা ইসলামপন্থী আনসার আল-তৌহিদের অন্তর্ভুক্ত। 


সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার সমর্থিত একটি পেজে প্রচারিত আরেকটি ভিডিওতে দেখা যায়, সিরিয়ার অভ্যুত্থাণে নেতৃত্বদানকারী হায়াত তাহরির আল-শাম এর একজন নেতা বলছেন, ক্রিসমাস ট্রিতে আগুন দেওয়া লোকেরা ‘বিদেশি’ এবং ‘তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’


সূত্র: এএফপি


এসজেড