ঢাকা | বঙ্গাব্দ

আলেমদের চেহারা দেখলে সওয়াব হয় কি?

একজন আলেমের চেহারা দেখলে সওয়াব হয় কি না? এ বিষয়ে নির্ভরযোগ্য দলিল এবং ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করা হলো।
  • নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর, ২০২৪
আলেমদের চেহারা দেখলে সওয়াব হয় কি? ফাইল ছবি

ইসলামে আলেমদের গুরুত্ব অপরিসীম। তাদের সম্পর্কে হাদিস এবং ইসলামী শিক্ষা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আলোচনা করেছে। প্রশ্ন হলো, একজন আলেমের চেহারা দেখলে সওয়াব হয় কি না? এ বিষয়ে নির্ভরযোগ্য দলিল এবং ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করা হলো।


আলেমদের মর্যাদা ইসলামে


আলেমরা হলেন দ্বীনের শিক্ষক ও পথপ্রদর্শক। কুরআনে এবং হাদিসে আলেমদের মর্যাদা সম্পর্কে উল্লেখ রয়েছে। আলেমদের মর্যাদা সম্পর্কে কুরআনের বক্তব্য,

‘আল্লাহর বান্দাদের মধ্যে কেবল আলেমগণই তাঁকে (আল্লাহকে) যথার্থভাবে ভয় করেন।’ (সূরা ফাতির, ৩৫:২৮)।


কিছু হাদিসে আলেমদের প্রতি শ্রদ্ধার বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে আলেমদের চেহারা দেখলে সরাসরি সওয়াব পাওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো হাদিস পাওয়া যায়নি। তবে ইসলামে আলেমদের সান্নিধ্যে থাকা এবং তাদের জ্ঞান চর্চার প্রতি উৎসাহিত করা হয়েছে।


১. আলেমদের সান্নিধ্যে থাকার ফজিলত: হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো জ্ঞানী ব্যক্তির কাছে জ্ঞান অন্বেষণের জন্য যায়, আল্লাহ তার জন্য জান্নাতের পথে সহজতা দান করেন।’ (সহিহ মুসলিম, হাদিস নং: ২৬৯৯)।


২. আলেমদের সঙ্গে বসার গুরুত্ব: আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ভালো সঙ্গী ও খারাপ সঙ্গীর উদাহরণ হলো সুগন্ধি বিক্রেতা এবং লোহার কামারের মতো। সুগন্ধি বিক্রেতার সঙ্গে থাকলে তোমার সুবাস পাবে, আর লোহার কামারের পাশে থাকলে পোশাকে আগুনের ছিটা পড়তে পারে।’ (বুখারি, হাদিস নং: ২১০১)।


এই হাদিসগুলো আলেমদের সান্নিধ্যের ফজিলতকে স্পষ্টভাবে তুলে ধরেছে।


চেহারা দেখার মাধ্যমে সওয়াবের প্রসঙ্গ


মকবুল বা নির্ভরযোগ্য হাদিসে আলেমদের চেহারা দেখার মাধ্যমে সরাসরি সওয়াব অর্জনের কথা উল্লেখ না থাকলেও আলেমদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাদের সান্নিধ্যে থাকা সওয়াবের কাজ হিসেবে বিবেচিত। আলেমদের প্রতি শ্রদ্ধা প্রকাশ আল্লাহর প্রতি আনুগত্যের অংশ।


আলেমদের চেহারা দেখলে সরাসরি সওয়াবের কথা নির্দিষ্ট হাদিসে উল্লেখ না থাকলেও তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তাদের সান্নিধ্যে থাকা দ্বীন শিক্ষার অংশ হিসেবে সওয়াবের কাজ। মুসলিমরা আলেমদের জ্ঞান থেকে উপকৃত হয়ে নিজের আমল ও জীবন সুন্দর করতে পারে। এজন্য আলেমদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং তাদের সান্নিধ্যে থাকার ব্যাপারে ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছে।


thebgbd.com/NIT