ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের আরও ২ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
  • | ০৯ মে, ২০২৪
বান্দরবানে কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার সংগৃহীত

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় সশস্ত্র সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন আরও ২ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।


গ্রেপ্তাররা হলো- বান্দরবানের রুমা উপজেলার দার্জিলিং পাড়ার বাসিন্দা এন্ডুসরেন্ট বম (২১) ও জিরসাং লিয়ান বম (৪২)। রুমা উপজেলার দার্জিলিং পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 


আজ বৃহস্পতিবার দুপুরে আসামিদের কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে রুমা সদর থেকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল হকের আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে জানান, রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএফের সন্দেহভাজন ২ সদস্যকে আদালতে তোলা হলে আদালত আসামিদের জেলহাজতে পাঠিয়েছেন।


প্রসঙ্গত, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার সোনালী ব্যাংকে হামলা ছাড়াও অস্ত্র ও টাকা লুটের ঘটনায় ৫টি এবং ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনায় ৪টি মামলা হয়।


এরপর যৌথবাহিনীর সদস্যরা অভিযান শুরু করে বান্দরবানের রুমা ও থানচি থানার মোট ৯টি মামলায় ৮৪ জন আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের আদালতে হাজির করলে আদালত সব আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।