ঢাকা | বঙ্গাব্দ

বিএসএফের অনুরোধে ভারতের সেই কিশোরকে ফেরত দিলো বিজিবি

পঞ্চগড়ে ওয়াজ মাহফিলে অংশ নিতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় ভারতীয় কিশোর হৃদয় মিয়া (১৩) বিজিবির হাতে আটক হন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ ডিসেম্বর, ২০২৪
বিএসএফের অনুরোধে ভারতের সেই কিশোরকে ফেরত দিলো বিজিবি সংগৃহীত

পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অনুরোধে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।


গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৩ ডিসেম্বর) সাড়ে ১১টার দিকে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন সীমান্ত পেরিয়ে হৃদয় মিয়া বাংলাদেশে প্রবেশ করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড সীমান্ত পিলার ৭৬৭/৮-এস সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ সিট শাখাতি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।


আটকের সময় তার কাছ থেকে একটি ভারতীয় রেডমি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় মিয়া জানান, তিনি পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা নেকিপাড়া এলাকায় অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলে অংশগ্রহণের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন।


নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বলেন, অবৈধভাবে সীমান্ত পেরোনোর ঘটনায় হৃদয় মিয়াকে আটক করা হয় এবং পরে বিএসএফের আবেদনের পর তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে এবং চোরাচালান ও অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি তৎপর রয়েছে।


তিনি আরও জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অনুপ্রবেশ রোধে সবসময় প্রস্তুত।


thebgbd.com/AR