প্রেমিক হৃদয় কর্মকারের মৃত্যুর খবর পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন প্রমিকা সুদীপ্তা দাস কেকা।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, সোমবার গভীর রাতে প্রেমিক হৃদয় কর্মকার বগুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে। তিনি বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
বগুড়ায় প্রেমিক হৃদয় কর্মকারের মৃত্যুর খবর শুনে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খায় প্রমিকা সুদীপ্তা দাস কেকা। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত স্থানীয় হাসপাতালে নিলে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করতে বলেন। পরবর্তীতে সেখানে নিলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। এরপর সেখানে নেয়ার পথে সন্ধ্যায় মারা যান সুদীপ্তা।
সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লার বাসুদেব দাসের মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগীত শিল্পী ছিলেন।
সুদীপ্তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রেমিকের মৃত্যুর খবর শুনে তিনি এই আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে এ ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
নাম প্রকাশ না শর্তে স্থানীয় এক যুবক বলেন, হৃদয় কর্মকার বিবাহিত হওয়া শত্তেও সুদীপ্তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে সুদীপ্তাকে তিনি বুঝতে দেননি তিনি বিবাহিত। এ বিষয় নিয়ে কথা কাটাকাটি জের ধরে হৃদয় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে জানান তিনি।
thebgbd.com/AR