ঢাকা | বঙ্গাব্দ

কাজাখস্তানে যাত্রীবাহী বিধ্বস্ত বিধ্বস্ত, জীবিত উদ্ধার ২৮

স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ২৮ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে, জীবিত উদ্ধার হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০২৪
কাজাখস্তানে যাত্রীবাহী বিধ্বস্ত বিধ্বস্ত, জীবিত উদ্ধার ২৮ সংগৃহীত

কাজাখস্তানের আকতাউ শহরের কাছে আজারবাইজান থেকে রাশিয়াগামী একটি যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত হয়েছে। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। 


জে২-৮২৪৩ ফ্লাইট নম্বরের এমব্রায়ের ১৯০ বিমানটিতে ৬২ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। আকতাউ শহরের ৩ কিলোমিটার দূরে জরুরি অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।


স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ২৮ জন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে, জীবিত উদ্ধার হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আরও জীবিত যাত্রী থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে।


জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় জানিয়েছে, দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটি ঘন কুয়াশার কারণে গ্রোজনিতে অবতরণের জন্য বিকল্প বিমানবন্দর চেয়েছিল।


রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, পাইলট সম্ভবত একটি পাখির সঙ্গে সংঘর্ষের কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। আকতাউ শহরটি ক্যাস্পিয়ান সাগরের বিপরীত তীরে আজারবাইজান ও রাশিয়ার কাছাকাছি অবস্থিত।


কাজাখস্তানের সরকার এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিশন গঠন করেছে। কমিশনের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ ও নিহত ও আহতদের পরিবারের প্রতি সহায়তা প্রদান করছেন।


আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই দুর্ঘটনার পরপরই রাশিয়া সফর সংক্ষিপ্ত করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুর্ঘটনার বিষয়ে আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং শোক প্রকাশ করেছেন।


চেচনিয়ার নেতা রমজান কাদিরভও তার শোকবার্তায় জানিয়েছেন, হাসপাতালে ভর্তি আহতদের অবস্থা অত্যন্ত সংকটজনক। তিনি তাদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার আহ্বান জানান।


রুশ সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, কাজাখস্তানের কর্তৃপক্ষ এই দুর্ঘটনার পেছনে প্রযুক্তিগত ত্রুটি সহ বিভিন্ন কারণ খতিয়ে দেখছে।


thebgbd.com/NIT