ঢাকা | বঙ্গাব্দ

খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক কিশোরের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০২৪
খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু ফাইল ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক কিশোরের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।


নিহত কিশোরের নাম শফিউল্লাহ (১৮)। তিনি ব্রাহ্মণপাড়া সদরের রশিদ মার্কেট এলাকার ডাব বিক্রেতা মোহাম্মদ এরশাদের ছেলে।


জানা যায়, বিকেলে উপজেলার দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের কাছে শফিউল্লাহকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, ব্যাডমিন্টন খেলাকে ঘিরে এরশাদের ছোট ছেলে সানাউল্লাহ এবং একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চড়-থাপ্পড় মারেন। সানাউল্লাহর বড় ভাই শফিউল্লাহ বিষয়টি জানতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তখন হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন যুবক শফিউল্লাহকে ছুরিকাঘাত করে।


গুরুতর আহত অবস্থায় শফিউল্লাহকে স্থানীয়রা ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।


নিহতের বাবা মোহাম্মদ এরশাদ অভিযোগ করে বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।


ব্রাহ্মণপাড়া থানার তদন্ত কর্মকর্তা টমাস বড়ুয়া জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে হওয়া বিরোধ জড়িত। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


thebgbd.com/NIT