বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের তিনটি বিভাগে রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, শনিবার রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। একই সঙ্গে এই তিন বিভাগে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। অন্যান্য বিভাগে তাপমাত্রার এই পরিবর্তন অপেক্ষাকৃত কম হবে।
আগামী শনিবার দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহের কিছু জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ স্থানে আবহাওয়া শুকনো থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন অঞ্চলে কুয়াশার তীব্রতা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সন্ধ্যার পর সারা দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা আরও কমতে পারে।
thebgbd.com/NIT