ঢাকা | বঙ্গাব্দ

গাজার হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত প্রায় ৫০

ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
  • অনলাইন ডেস্ক | ২৭ ডিসেম্বর, ২০২৪
গাজার হাসপাতালের কাছে ইসরায়েলি হামলা, নিহত প্রায় ৫০ গত প্রায় ১৫ মাস ধরে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইল।

ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মেডিকেল স্টাফও রয়েছেন।


শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।


উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে বৃহস্পতিবার ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন চিকিৎসা কর্মীও রয়েছেন।

 

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া বলেছেন, বৃহস্পতিবার উত্তর গাজার এই হাসাপাতলের সদর দফতরের বিপরীতে একটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।  এতে আমাদের পাঁচজন মেডিকেল স্টাফসহ প্রায় ৫০ জন নিহত হয়েছেন।

 

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটিতে রাতে একটি বাড়িতে ইসরায়েল হামলা চালিয়ে কমপক্ষে নয়জনকে হত্যা করেছে।

 

এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটিতে বৃহস্পতিবার রাতে একটি বাড়িতে ইসরাইলের হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন।

 

গত প্রায় ১৫ মাস ধরে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরাইল। যাতে প্রায় ৪৬ হাজার নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত এবং আরও লক্ষাধিক আহত হয়েছেন। 

 

এদিকে বৃহস্পতিবার ইয়েমেনে ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এবার দেশটির রাজধানী সানার এক বিমানবন্দর, একটি সামরিক ঘাঁটি ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে।

 

হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি চ্যানেল ইসরাইলের এই হামলাকে ‘আগ্রাসন’ অভিহিত করে বলেছে, সানা বিমানবন্দর ও সংলগ্ন আল-দাইলামি সামরিক ঘাঁটি এবং হোদেইদাহের একটি বিদ্যুৎকেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।


thebgbd.com/NIT