সান্তিয়াগো বার্নাব্যু। স্পেনের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামের নাম এটি। গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদের সমার্থক হয়ে থাকা এই নামটি এবার বদলে যাচ্ছে।
সান্তিয়াগো বার্নাব্যু থেকে স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে দ্য বার্নাব্যু। মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে বিষয়টি। ব্যবসার খাতিরেই এমনটি করতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা।
৮৫ হাজার ধারণক্ষমতার স্পেনের দ্বিতীয় বৃহত্তম ও ইউরোপের তৃতীয় বৃহত্তম এই স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়েছিল ১৯৪৭ সালে।
রিয়ালের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো বার্নাব্যুর নামে স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছিল ১৯৫৫ সালে। ফলে ৭০ বছর পর লস ব্লাঙ্কোসদের ঐতিহাসিক মাঠের নাম বদলে যাচ্ছে।
রিয়ালের সাবেক খেলোয়াড় সান্তিয়াগো বার্নাব্যু ৩৫ বছর ক্লাবটির প্রেসিডেন্টও ছিলেন। তার সময়ে রিয়াল মাদ্রিদ জিতেছে বহু শিরোপা।
thebgbd.com/NIT