পাকিস্তানের পূর্ব পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ জেলায় শুক্রবার গভীর রাতে এক সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছে ও আরো তিনজন গুরুতর আহত হয়েছে। তান্ডলিয়ানওয়ালা মোটরওয়ে ইন্টারচেঞ্জের কাছে একটি দ্রুতগামী গাড়ি একটি ট্রাক্টর-ট্রলির পিছনে আঘাত করলে দুর্ঘটনাটি ঘটে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এলাকায় ঘন কুয়াশার কারণে গাড়ির চালক নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হন। সংঘর্ষের ফলে তিনজন মহিলা ও তিন শিশুসহ ছয়জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। নিহতরা সকলে একই পরিবারের সদস্য। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও পুলিশ অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দলগুলো মৃতদেহ ও আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
সূত্র: ডন
এসজেড