শনিবার (২৮ ডিসেম্বর) ভোররাতে রাশিয়ার দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রাশিয়ার রাষ্ট্র্রায়ত্ত সংবাদ সংস্থা ‘আরআইএ নভোস্তি’ এ খবর জানিয়েছে।
ভূমিকম্পটির কেন্দ্রস্থল সিমুশির দ্বীপের ২৮ কিলোমিটার পশ্চিমে ওখটস্ক সাগরে অবস্থিত। ইউঝনো-সাখালিনস্ক সিসমিক স্টেশনের প্রধান এলেনা সেমেনোভার বরাত দিয়ে আরআইএ নভোস্তি জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৬০ কিলোমিটার।
তিনি আরও বলেন, সমুদ্রের কাছাকাছি ভূমিকম্প আঘাত হানলেও সম্ভাবনা না থাকায় সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
সূত্র: সিনহুয়া
এসজেড