জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ইয়েমেনের হুথি বিদ্রোহী ও ইসরায়েলের মধ্যে সংঘাত বৃদ্ধির নিন্দা জানিয়ে সানা বিমানবন্দরে হামলাকে ‘বিশেষভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর, লোহিত সাগরের বন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলা বিশেষভাবে উদ্বেগজনক।
বৃহস্পতিবার ইয়েমেনের সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হুথিরা ইসরাইলে একটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন নিক্ষেপ করার একদিন পর এ হামলা চালানো হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানান, হামলার সময় তিনি বিমানবন্দরে ছিলেন। তবে তিনি নিরাপদ রয়েছেন। জাতিসংঘ জানিয়েছে, তাদের এক বিমান সদস্য এই হামলায় আহত হয়েছেন। বিমানবন্দরে হামলার ঘটনায় নিহতের সংখ্যা তিনজন এবং ‘আরও কয়েক ডজন আহত’ হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘ মহাসচিব গুতেরেস ইয়েমেনে মানবিক ত্রাণ কার্যক্রমের জন্য পরিবহন ব্যবস্থায় বোমা ফেলার হুমকিতে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন। ওই স্থানের মোট জনসংখ্যার ৮০ শতাংশ ত্রাণের ওপর নির্ভরশীল। মুখপাত্র বলেন, ‘মহাসচিব এ অঞ্চলে আরও সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সম্পর্কে গভীরভাবে উদ্বিগ্ন এবং তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ ও সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।’
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, লোহিত সাগরের বন্দর ও সানা বিমানবন্দরে বিমান হামলা মানবিক কার্যক্রমের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এই অঞ্চলে লাখ লাখ মানুষের জীবন রক্ষায় আশু সহায়তা প্রয়োজন। জাতিসংঘ মহাসচিব সংঘাতে জড়ানো হুথি বিদ্রোহীদের নিন্দা জানিয়ে বলেন, ‘হুথি বিদ্রোহীরা যা করছে তা এই অঞ্চলে বেসামরিক নাগরিক, আঞ্চলিক স্থিতিশীলতা ও সামুদ্রিক চলাচলের স্বাধীনতার জন্য হুমকি।’