অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ রোববার থেকে যথারীতি খুলেছে সচিবালয়। যদিও বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে ঢুকতে পারলেও কার্যক্রম ছিল সীমিত। তবে আগুনে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর অফিসিয়াল কাজ অন্য জায়গা থেকে শুরু হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর ) সকালে সরেজমিনে দেখা গেছে, সচিবালয়ের ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারো ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হয়নি। সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।
এর আগে শনিবার সচিবালয় খোলার জন্য দিনভর প্রস্তুতি নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলছে ।
জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কাজ রেলভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণায়য়ের কাজ ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয়ের কাজ শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাচ্ছেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করছেন আগারগাঁওয়ের ডাক ভবনে।
উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ভবনটির চারটি তলায় অবস্থিত স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু, ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার ও আসবাব পুড়ে যায়।
thebgbd.com/NIT