গণমাধ্যমকর্মীরা আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সোমবার থেকেই সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, "সচিবালয়ে প্রবেশের জন্য অগ্নিকাণ্ডের পর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন আজ। এ কারণে আজকে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে অনুমতি দেওয়া হয়নি।"
এছাড়া, নাহিদ ইসলাম জানান, এর আগে ৩ হাজারেরও বেশি অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হয়েছিল, কিন্তু সেগুলির মধ্যে অনেকেই প্রকৃত সাংবাদিক নন। তাই এসব কার্ডের যাচাই-বাছাই প্রয়োজন। তিনি বলেন, "সাংবাদিকদের আবেদন গ্রহণের মাধ্যমে নতুন করে স্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। সেই সময় পর্যন্ত অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে। আমরা সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে একটি নির্দিষ্ট পাস ব্যবস্থা নির্ধারণ করব।"
উপদেষ্টা আরও বলেন, "আগামীকাল থেকে সচিবালয়ে প্রবেশের জন্য সাংবাদিকরা অস্থায়ী পাস পাবেন। বর্তমানে ব্যবহৃত সমস্ত পাস বাতিল হয়ে যাবে।" তিনি জানান, স্থায়ী পাসের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামীকাল বা পরশু থেকে। সাংবাদিক সংগঠন বা সম্পাদকদের সঙ্গে আলোচনা করে এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে।
প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্রসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে আইনশৃঙ্খলা বাহিনী কড়াকড়ি আরোপ করে। ২৭ ডিসেম্বর রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ইস্যু করা সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেয়, যার কারণে ২৬ ডিসেম্বর ও ২৯ ডিসেম্বর সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারেননি।
পরে, সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাসের মাধ্যমে সংবাদ সংগ্রহ করার বিষয়ে আলোচনা করেন।
thebgbd.com/NIT