ঢাকা | বঙ্গাব্দ

জানাজার নামাজ পড়ার সঠিক নিয়ম

  • নিজস্ব প্রতিবেদক | ২৯ ডিসেম্বর, ২০২৪
জানাজার নামাজ পড়ার সঠিক নিয়ম সংগৃহীত

জানাজার নামাজ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি মৃত ব্যক্তির জন্য দোয়া এবং আল্লাহর কাছে তার ক্ষমা প্রার্থনার মাধ্যম। জানাজার নামাজের সঠিক নিয়ম অনুযায়ী তা আদায় করলে সওয়াবের পাশাপাশি মৃত ব্যক্তির জন্য রহমত ও মাগফিরাত কামনা হয়।


জানাজার নামাজের শর্তসমূহ


জানাজার নামাজ পড়ার আগে কিছু শর্ত পূরণ করতে হবে।


তাহারাত (পবিত্রতা): নামাজ পড়ার আগে দেহ, পোশাক এবং স্থান পবিত্র হতে হবে।


মৃত ব্যক্তির গোসল ও কাফন: মৃত ব্যক্তিকে ইসলামী নিয়ম অনুযায়ী গোসল করানো ও কাফন পরানো হতে হবে।


কেবলার দিকে মুখ: জানাজার নামাজ কেবলার দিকে ফিরে পড়তে হবে।


ইমাম নির্বাচন: জানাজার নামাজের জন্য একজন ইমাম নির্বাচন করা জরুরি।



জানাজার নামাজের সঠিক পদ্ধতি নিম্নরূপ:


১. নিয়ত করা


নামাজ শুরু করার আগে মনে মনে নিয়ত করতে হবে। নিয়ত করা হবে এইভাবে:


“আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং মৃত ব্যক্তির জন্য দোয়া ও মাগফিরাতের উদ্দেশ্যে জানাজার নামাজ পড়ছি।”


২. প্রথম তাকবির


ইমাম “আল্লাহু আকবার” বলে তাকবির দিবেন, এবং মুকতাদি একইভাবে তাকবির দিয়ে হাত বুকের উপর বাঁধবেন। এরপর “সানা” পড়তে হবে।


সানা:

َسُبْحَانَكَ اللهُمَ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اَسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا اِلهَ غَيْرُكَل


৩. দ্বিতীয় তাকবির


ইমাম “আল্লাহু আকবার” বলে দ্বিতীয় তাকবির দিবেন। মুকতাদি একইভাবে তাকবির দিয়ে হাত নামিয়ে নিবেন। এরপর নবী করিম (সা.) এর উপর দরুদ পড়বেন।


দরুদ:

َاللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى الْآلِ مُحَمَّدٍ كَمَا صَلَٝيْتَ عَلَى إِبْرَاهِيْمَ وَعَلَى آلِ إِبْرَاهِيْمَ فِيْ العَالِمِيْنَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ


৪. তৃতীয় তাকবির


ইমাম “আল্লাহু আকবার” বলে তৃতীয় তাকবির দিবেন। এরপর জানাজার বিশেষ দোয়া পড়া হবে।


জানাজার দোয়া:

َاللهُمَّ اغْفِرْ لِحَيْنَا وَمَيْتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكِرِنَا وَأُنْثَانَا لِمَنْ أَحْيَيْتَهُ مِنْٓ فِاحْ يمكد


thebgbd.com/NIT