চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যরা ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়ে তাদের দাবি জানিয়েছেন। তাদের দাবি, চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করতে হবে।
আজ রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষোভকারীরা 'সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত' শীর্ষক একটি ব্যানার প্রদর্শন করে। জাহাঙ্গীর গেটের বিপরীতে সড়কে দাঁড়িয়ে 'উই ওয়ান্ট জাস্টিস'সহ বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। তাদের অবস্থানকালে সড়কে যানজট সৃষ্টি হয় এবং যানবাহনের সারি বনানী মোড় পর্যন্ত পৌঁছে যায়, ফলে স্কুল-কলেজ ও অফিসগামী সাধারণ মানুষদের দুর্ভোগে পড়তে হয়।
বিক্ষোভকারীরা বলেন, যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুবিধাসহ পেনশনের আওতায় আনতে হবে। একইসাথে, যে বিচার ব্যবস্থা ও আইন কাঠামো অনুসরণ করে শত শত সশস্ত্র বাহিনী সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে, তার সংস্কারের দাবি তুলেছেন তারা।
বিক্ষোভকারীদের দাবি আদায়ের বিষয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাস পাওয়ার পর তারা সড়ক ত্যাগ করেন। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
thebgbd.com/NIT