রাশিয়া ও ইউক্রেন রাজি হলে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা আয়োজন করতে প্রস্তুত বলে নিশ্চিত করেছে স্লোভাকিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আহ্বানকে চলমান সংঘাতের ব্যাপারে সংলাপ চালাতে তার দেশের জন্য একটি ‘গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম’ হিসেবে অভিহিত করেছে। যদিও কিয়েভ স্লোভাকিয়াকে পুতিনের হাতের পুতুল বলে অভিযোগ করেছে। খবর এএফপির।
এদিকে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর আলোচ্য আয়োজনটিকে তরান্বিত করতে পারবেন। ব্রাতিস্লাভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মস্কোর অনুকূলে শর্ত আরোপের মাধ্যমে বৈঠকটি নিষ্পত্তি হতে পারে বলে কিয়েভ আশঙ্কা করছে। এবং এমন একটি সম্ভাবনা কিয়েভের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
স্লোভাকিয়া প্রধানমন্ত্রী রবার্ট ফিকো গভীর রাতে ফেসবুক পোস্টে বলেন, ‘যদি কেউ স্লোভাকিয়ায় শান্তি আলোচনার আয়োজন করতে চায়, তবে আমরা তা করতে প্রস্তুত।’ এর আগে, স্লোভাকিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুরাজ ব্লানার ফেসবুকে লিখেন, ‘আমরা স্লোভাকিয়ায় এই ধরনের আলোচনা আয়োজনের প্রস্তাব দিচ্ছি।’
রাশিয়া ইউক্রেনে পুরোদমে সেনা অভিযান শুরু করার প্রায় তিন বছর পর পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। পুতিন বলেছেন, স্লোভাকিয়া সম্ভাব্য শান্তি আলোচনা আয়োজনের একটি ‘প্ল্যাটফর্ম’ হওয়ার প্রস্তাব দিয়েছে। তিনি ব্রাতিস্লাভার ‘নিরপেক্ষ অবস্থানের’ প্রশংসা করে বলেন, ‘রাশিয়া এর বিরুদ্ধে নয়।’ তবে পুতিন তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘তার দেশ ইউক্রেনের কাছ থেকে সবকিছু অর্জন করে নেবে।’
সূত্র: আরটি
এসজেড