ঢাকা | বঙ্গাব্দ

কারাগারে পিকেকে নেতার সঙ্গে কুর্দি দলের সাক্ষাৎ

ইস্তাম্বুল ও তার পশ্চিমা মিত্র বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহিৃত।
  • অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর, ২০২৪
কারাগারে পিকেকে নেতার সঙ্গে কুর্দি দলের সাক্ষাৎ পিকেকে নেতার ছবি নিয়ে মিছিল।

তুরস্কের কুর্দিপন্থি ডিইএম (পিপলস ইকুয়েলিটি অ্যান্ড ডেমোক্রেসি) দলের একটি প্রতিনিধি দল ইস্তাম্বুলের কারাগারে থাকা পিকেকে (কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি) নেতা আব্দুল্লাহ ওকালানের সঙ্গে দেখা করেছেন। ইস্তাম্বুল থেকে এএফপি এ কথা জানায়।


ডিএমই এর একটি সূত্র বলেছে, প্রতিনিধি দলের অংশ হিসেবে ডিএমই-এর দু’জন আইনজীবীও ওকালানের সঙ্গে দেখা করেছেন।  বিগত দশ বছরের মধ্যে পিকেকে নেতা ওকালানের সঙ্গে ডিইএম পার্টির কোনও প্রতিনিধি দলের এটাই প্রথম সাক্ষাৎ। কিন্তু কীভাবে ইস্তাম্বুলের ওই নির্জন দ্বীপে তারা পৌঁছালেন সে বিষয়ে তারা কিছু বলেননি।   


১৯৯৯ সাল থেকে ইস্তাম্বুলের এক ঐতিহাসিক নির্জন কারাগারে বন্দী অবস্থায় জীবন কাটাচ্ছেন আব্দুল্লাহ ওকালান। ডিইএমের পূর্বসূরী এইচডিপি পার্টির প্রতিনিধিরা শেষবার ২০১৫ সালে ওকালানের সঙ্গে দেখা করে। শুক্রবার তুরস্কের সরকার ডিইএম প্রতিনিধি দলটিকে ওকালানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়। 


প্রায় অর্ধশতাব্দী আগে আব্দুল্লাহ ওকালান পিকেকে নামে অধিক পরিচিত কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি প্রতিষ্ঠা করেন। তবে ইস্তাম্বুল ও তার পশ্চিমা মিত্র বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে পিকেকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহিৃত। 


ডিইএম পার্টির কো-চেয়ারম্যান তুনসার বাকিরহান ২০১১ সালে ইরাক সীমান্তবর্তী উলুদেরেতে তুর্কি বিমান হামলায় নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিককদের বলেছেন, এর ফলে (ওকালানের সঙ্গে সাক্ষাৎ) কুর্দি ইস্যুতে গণতান্ত্রিক সেটেলমেন্টে এক নতুন দশকের সূচনা হবে। তুর্কি সেই হামলায় ৩৪ জন সাধারণ মানুষ নিহত হয়।


প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জাতীয়তাবাদী জোট সম্প্রতি ওকালানকে পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে বলেছে, তাকে সন্ত্রাসের পথ পরিহার করতে হবে। ধারণা করা হচ্ছে, ওকালান এবং পিকেকের প্রতি তুরস্ক সরকারের মনোভাব বদলেছে অথবা বদলের পথে রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ডিইএম ও ওকালানের এই সাক্ষাৎ সম্ভব হয়েছে মূলদ সেই বদলে যাওয়া মনোভাবের কারণেই। 


সূত্র: আল জাজিরা


এসজেড