ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে প্রিন্টিং কারখানায় আগুন

রাজধানীর মিরপুরে কালশীতে একটি প্রিন্টিং কারখানায় লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৭ কর্মচারী।
  • | ০৯ মে, ২০২৪
মিরপুরে প্রিন্টিং কারখানায় আগুন ফাইল ছবি

রাজধানীর মিরপুরে কালশীতে একটি প্রিন্টিং কারখানায় লাগা আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ৭ কর্মচারী। তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।


বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে হাসপাতালে নেয়া হয়।অসুস্থরা হলেন- সায়মন (২০), স্বপন ঘোষ (৩৬), শফিক (৩৯), নাঈম (২৫), সিজাউল করিম (২২), রাশেদুল ইসলাম (২৩) ও ইব্রাহিম (২৩)।


তাদের সহকর্মীরা জানান, তারা একটি প্রিন্টিং কারখানায় কাজ করেন। বিকেলে ওয়েল্ডিং করার সময় সেখান থেকে আগুনের ঘটনা ঘটে। আগুন অনেক বেশি ছড়িয়ে পড়ার আগেই কর্মচারীরা নিজেরাই নিভিয়ে ফেলেন।


এরপর তারা সেই ধোঁয়ায় শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। পরবর্তীকালে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়।


বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ধোঁয়ার কারণে তাদের শ্বাসকষ্ট হচ্ছিল। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কারও অবস্থাই গুরুতর নয়। আশা করা যাচ্ছে, রাতের মধ্যেই তাদেরকে চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হবে।