আগামীকাল সকাল ৮টা থেকে কাজে যোগ দেবেন বলে ঘোষণা দিয়েছেন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত ট্রেইনি চিকিৎসকরা।
জানুয়ারি থেকে ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ঘোষণার পর প্রজ্ঞাপন হাতে পাওয়ায় আন্দোলন প্রত্যাহার করেন ট্রেইনি চিকিৎসকরা। তবে দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে এবং প্রজ্ঞাপন অনুযায়ী ভাতা না পেলে আবারও আন্দোলনে নামার হুঁশিয়ার দেন তারা।
thebgbd.com/AR