স্পেনের সাম্প্রতিকতম বন্যায় ক্ষতিগ্রস্ত হাজার হাজার মানুষ অভূতপূর্ব এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে রোববার (২৯ ডিসেম্বর) ভ্যালেন্সিয়ায় বিক্ষোভ করেছে। ভ্যালেন্সিয়া থেকে এএফপি এ খবর জানায়।
২৯ অক্টোবর শুরু হওয়া প্রবল বর্ষণ এবং ভয়াবহ আকস্মিক বন্যায় ভ্যালেন্সিয়াতে ২৩১ জন লোকের মৃত্যু হয়। ঐতিহ্যগতভাবে রোমান ক্যাথলিক এই দেশে বন্যা বিধ্বস্ত পূর্ব ভ্যালেন্সিয়ায় হাজার হাজার ভুক্তভোগী মানুষকে তাদের প্রিয়জন ও ঘরবাড়িতে অবস্থান করা ছাড়াই এবারের বড়দিন পালন করেছে। দেশটির আঞ্চলিক পুলিশ জানিয়েছে, কয়েক দশকের মধ্যে স্পেনের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগে অব্যবস্থাপনার জন্য প্রায় ৮০ হাজার মানুষ এবার বিক্ষোভ করেছে।
এক বিক্ষোভকারি এনরিকে সোরিয়ানো বলেন, বন্যা নিয়ে যা কিছু ঘটেছে তারপরেও কোন রাজনীতিবিদ পদত্যাগ করেননি, না কোন পরিণতি হয়েছে, না তারা কিছু করছে। বেশিরভাগ মানুষের ক্ষোভের তীর ভ্যালেন্সিয়া প্রদেশের প্রধান কার্লোস ম্যাজনের দিকে ধেয়ে গেছে। বিক্ষোভকারীরা তাকে ‘খুনী’, ‘অপরাধী’ বলে চিৎকার করে এবং ‘ম্যাজন পদত্যাগ কর’ লেখা ব্যানার বহন করে।
পিকানা শহরের অধিবাসী আম্পারো মাতেওস বলেন, ম্যাজন তার দায়িত্ব ঠিকমত পালন করেনি এবং যারা তাদের কাজ করে না, বিশেষ করে একজন সরকারি কর্মচারি, তাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে। দুর্যোগে প্রাণ হারানো ২৩১ জনের মধ্যে ২২৩ জন ভ্যালেন্সিয়ার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা। চারজন এখনও নিখোঁজ রয়েছে।
সূত্র: এএফপি
এসজেড