বিপিএলের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে রংপুর ও ঢাকা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইফতেখার ও সাইফের দারুণ ইনিংসের উপর ভর করে ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে রংপুর। ইফতেখার ৪৯ এবং সাইফ হাসান ৪০ রানের ইনিংস খেলেন। শেষ দিকে ২৩ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস খেলেন খুশদিল শাহ।
রংপুরকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা ভালোই করেছিলো ঢাকা। ২০ রানে দুই ওপেনারকে ফেরায় তারা। তবে এরপর ক্রিজে নেমে তাণ্ডব দেখান সাইফ হাসান এবং ইফতেখার আহমেদ। দুইজন মিলে গড়েন ৮৯ রানের জুটি। যেখানে সাইফ ৪০ রান করে আউট হন।
এরপর খুশদিলকে নিয়ে এগিয়ে যেতে থাকেন ইফতেখার। তবে বেশিদূর এগোতে পারেননি পাকিস্তানের এই ক্রিকেটার। ৪৯ রানে তাকে আউট করেন আলাউদ্দিন বাবু। শেষ দিকে খুশদিল ও নুরুল হাসানের ঝড়ো ব্যাটে বিশাল সংগ্রহ পায় রংপুর।
খুশদিল ২৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন। আর নুরুল হাসান ১১ বলে ২৫ রান করে মুকিদুল ইসলামের বলে আউট হন। ঢাকার হয়ে ৪৩ রানে ৩ উইকেট পেয়েছেন আলাউদ্দিন বাবু। ২ উইকেট পেয়েছেন মুকিদুল ইসলাম। মোস্তাফিজ পেয়েছেন একটি উইকেট।
thebgbd.com/NIT