ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সিউল ওয়েস্টার্ন ডিসট্রিক্ট আদালতে ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়।
  • অনলাইন ডেস্ক | ৩১ ডিসেম্বর, ২০২৪
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির এক আদালত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 


গতকাল সোমবার দেশটির যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর থেকে সিউল ওয়েস্টার্ন ডিসট্রিক্ট আদালতে ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এরপরেই আদালত ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন। 


মঙ্গলবার এক বিবৃতিতে যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর বলেছে, আজ সকালে দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে। 


এর মাধ্যমে দেশটির কর্তৃপক্ষ প্রথমবারের মতো ইউনকে আটকের প্রথম পদক্ষেপ নিলো। তবে দেশটির কর্তৃপক্ষ ইউনকে কবে হেফাজতে নিবে- সেই সম্পর্কে এখন পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। 

 

চলতি মাসের শুরুর দিকে আকস্মিকভাবে সামরিক আইন জারি করেছিলেন ইউন। এর জেরে ইউন সুক ইওলকে ইমপিচ বা অভিশংসন করে দেশটির পার্লামেন্ট।


এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সরকারি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়। শেষমেশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। 


thebgbd.com/NIT