সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্যাস্ট্রো ভাইদের পরবর্তী কিউবার নেতা, কমিউনিস্ট পার্টির প্রধান ও দেশটির বতর্মান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল। রোববার (২৯ ডিসেম্বর) এক শোক বার্তায় তিনি বলেন, কিউবা জিমি কার্টারকে ‘কৃতজ্ঞতার সঙ্গে’ স্মরণ করবে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া দিয়াজ-ক্যানেলের এক পোস্টের উদ্ধৃতি দিয়ে হাভানা থেকে এএফপি জানায়, মিগুয়েল বলেন, ১৯৭৭-১৯৮১ মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন কার্টার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে এবং কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার পদক্ষেপ নেন। তিনি বলেন, ‘সম্পর্ক উন্নয়নের তার সেই প্রচেষ্টাকে আমাদের জনগণ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।’
জিমি কার্টার মার্কিন স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়ায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ১শ’ বছর।
সূত্র: বিবিসি
এসজেড