গ্যাস পাইপলাইন সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানী ঢাকার কিছু এলাকায় আগামীকাল বুধবার (১ জানুয়ারি) ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম রাজাবাজার এলাকায় গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের কারণে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড ও শুক্রাবাদ এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের চাপ কমে যেতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তারা জানান, পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত সম্পন্ন করে গ্যাস সরবরাহ পুনরায় চালু করার সর্বাত্মক চেষ্টা করা হবে।
thebgbd.com/NA