ইসলামী ছাত্রশিবিরের ৩১তম সদস্য সম্মেলন শুরু হয়েছে। আওয়ামী দুঃশাসন পরবর্তী গত ১৪ বছরে এই প্রথমবার প্রকাশ্যে হচ্ছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় এ সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্রশিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নিয়েছেন।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন শুরু হয়। সম্মেলন উপলক্ষে ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে শুরু করে সম্মেলন স্থলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে৷ এছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ইসলামি ছাত্রশিবির।
সম্মেলনে ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষনা করা হবে। এর আগে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা থেকে ৩০ ডিসেম্বর রাত ৯টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দিয়েছেন। এর আগে সর্বশেষ ২০১০ সালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিবিরের সম্মেলন হয়েছিল।
thebgbd.com/NA