হত্যার মত ভয়াবহ অপরাধ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় ক্যারিবিয় দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ এবং টোবাগোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) এক নির্বাহি আদেশের মাধ্যমে এই জরুরি ব্যবস্থা জারি করেন প্রধানমন্ত্রী কেইথ রাউলি। এর ফলে দেশটির পুলিশ আগামী দু্ই দিন কোনও ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি এবং গ্রেপ্তার করতে পারবে।
এক বিবৃতিতে ত্রিনিদাদ এবং টোবাগোর প্রধানমন্ত্রী কেইথ রাউলি বলেছেন, সংঘবদ্ধ অপরাধীদের অপতৎপরতায় জনজীবন বিপন্ন হওয়ায় দেশটির পুলিশ বিভাগের সঙ্গে পরামর্শ করেই সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পোর্ট অব স্পেন থেকে এএফপি এ খবর জানায়।
রাজধানী পোর্ট অব স্পেনে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল স্টুয়ার্ট ইয়ং বলেছেন, চলতি ডিসেম্বরে দেশটিতে ৬১টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। আর বছরব্যাপি হত্যার মত অপরাধ সংঘটিত হয়েছে ৬২৩টি। ইয়ং আরো বলেছেন, এই জরুরি অবস্থার ফলে অর্থনীতির যাতে কোনও ক্ষতি না হয় সেজন্য কারফিউ বলবৎ করা হবে না। এমনকি সাধারন মানুষের চলাচলেও কোনও নিয়ন্ত্রন আরোপ করা হবে না।
ওয়ারেন্ট ছাড়া তল্লাশি এবং গ্রেপ্তার আপাতত দুইদিনের জন্য লাঘু হলেও বিষয়টা এক সপ্তাহ পর্যন্ত বাড়তে পারে বলেও জানিয়েছেন এটর্নি জেনারেল স্টুয়ার্ট ইয়ং। ঐ সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ফিটজেরাল্ড হিন্ডস ১ কোটি ৪০ লাখ মানুষের দেশটিতে হত্যার ঘটনা এইরূপ বেড়ে যাওয়াকে মহামারি হিসাবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালেও একবার ত্রিনিদাদ ও টোবাগোতে জরুরি অবস্থা জারী করা হয়।
সূত্র: স্কাই নিউজ
এসজেড