নতুন বছরের সূচনায় আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং কল্যাণ লাভের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল ও দোয়া পালন করা যেতে পারে।
আলেম-ওলামাদের পরামর্শ অনুযায়ী নিম্নলিখিত আমলগুলো করা উপকারী হবে:
১. ইবাদতের অভ্যাস গড়ে তোলা: নামাজের প্রতি যত্নবান হওয়া এবং নিয়মিত জামাতে নামাজ আদায় করা উচিত। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সূরা আঙ্কাবূত, আয়াত: ৪৫)
২. কোরআন তিলাওয়াত: প্রতিদিন কিছু সময় নির্ধারণ করে কোরআন তিলাওয়াত ও তাফসির অধ্যয়ন করা উচিত। নবী করিম (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ (সহিহ বুখারি)
৩. সুন্নাহ অনুযায়ী জীবনযাপন: নবী করিম (সা.)-এর সুন্নাহর ওপর আমল করার দৃঢ় ইচ্ছা থাকতে হবে। যেমন, বেশি বেশি দোয়া করা, সকালে ও রাতে দোয়া পড়া এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করা।
৪. সময়ের সঠিক ব্যবহার: ইবাদতের প্রতি মনোযোগ দিতে হলে সময়ের সঠিক ব্যবহার জানতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দুটি নেয়ামত এমন আছে যার ব্যাপারে বেশিরভাগ লোক ধোঁকায় নিপতিত: সুস্বাস্থ্য ও অবসর সময়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪১২)
৫. তওবা ও ইস্তিগফার: নতুন বছরে অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আল্লাহর কাছে তওবা করা এবং ইস্তিগফার করা উচিত। আল্লাহ তায়ালা বলেন, ‘হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন।’ (সূরা যুমার, আয়াত: ৫৩)
৬. দোয়া করা: নতুন বছরের আগমনে মহান আল্লাহর কাছে ইহকালীন ও পরকালীন সুখ, শান্তি, সফলতা এবং কল্যাণ কামনা করা যেতে পারে। নববর্ষে পড়ার জন্য একটি দোয়া হলো: ‘আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি, ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া রিজওয়ানিম মিনার রাহমানি, ওয়া জাওয়ারিম মিনাশ শায়তানি।’ (আল-মুজাম আল-আওসাত, হাদিস: ৬/২২১)
৭. নেক আমল করা: নতুন বছরে বেশি বেশি নেক আমল করার সংকল্প গ্রহণ করা উচিত। আল্লাহ বলেন, ‘সম্পদ ও সন্তান-সন্তুতি হলো দুনিয়ার জীবনের শোভামাত্র, আর তোমার রবের নিকট নেক আমল চিরস্থায়ী এবং তার প্রতিদানও উত্তম এবং প্রত্যাশাও উত্তম।’ (সূরা কাহাফ, আয়াত: ৪৬)
নতুন বছরে এই আমলগুলো পালন করে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং ইহকাল ও পরকালে কল্যাণ অর্জন করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।
thebgbd.com/NIT