নতুন বছরে গত ১৬ বছরে সংঘটিত হত্যা, গুম, খুনসহ অন্যান্য অপকর্মের বিচার শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
আজ বুধবার (১ জানুয়ারি) নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের পর গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, নির্দিষ্ট তারিখ বা সময় বলা কঠিন। তবে চলতি বছর কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা সেই লক্ষ্যেই কাজ করছে।
সংস্কারকাজ শেষে ট্রাইব্যুনালের নতুন ভবন প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। প্রধান বিচারপতির অনুমতির পর দ্রুত বিচারিক কার্যক্রম শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকারের সব অপরাধের বিচার এগিয়ে নেওয়ার জন্য প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত রাষ্ট্রের, তবে ট্রাইব্যুনাল তার বিচারিক কাজ এগিয়ে নেবে।
thebgbd.com/AR