ঢাকা | বঙ্গাব্দ

৪৩তম বিসিএস: বাদ পড়াদের সচিবালয়ের সামনে অবস্থান

৪৩তম বিসিএসের দ্বিতীয় প্রজ্ঞাপন থেকে বাদ পড়া চাকরিপ্রার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০১ জানুয়ারি, ২০২৫
৪৩তম বিসিএস: বাদ পড়াদের সচিবালয়ের সামনে অবস্থান সংগৃহীত

তারা জানতে চেয়েছেন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ পাওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় কেন তাদের দ্বিতীয় প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করেনি।


আজ বুধবার (১ জানুয়ারি) সকালে বাদ পড়া ২৬৭ জনের মধ্যে অর্ধশতাধিক প্রার্থী সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে জড়ো হয়ে তাদের দাবির পক্ষে মানববন্ধন করেন। তাদের চারজন প্রতিনিধি দুপুর আড়াইটায় জনপ্রশাসন সচিবের দপ্তরে আবেদন জমা দেন।


একজন বাদ পড়া প্রার্থী বলেন, ‘কঠোর পরিশ্রম করে পিএসসির সুপারিশ পাওয়ার পর আমরা আনন্দে ছিলাম। কিন্তু গেজেট থেকে বাদ পড়ার কারণ আমাদের জানানো হয়নি।’


গত সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৩তম বিসিএসে উত্তীর্ণ ১ হাজার ৮৯৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এর আগে, গত ১৫ অক্টোবর প্রথম প্রজ্ঞাপনে ২ হাজার ৬৪ জনের নিয়োগ দেওয়া হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের নির্দেশে প্রার্থীদের দ্বিতীয় দফায় যাচাই-বাছাইয়ের পর ১৬৮ জনকে বাদ দেওয়া হয়।


এই প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীরা জানিয়েছেন, যথাযথ ব্যাখ্যা ছাড়া তাদের বাদ দেওয়া অন্যায়। তারা দ্রুত প্রজ্ঞাপনে নাম অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।




thebgbd.com/AR